ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আঙিনায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৪, ২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার দোহারে আঙিনা নদীর ঘাটে গোসল করতে নেমে রাশেদা বেগম নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই নারীর বয়স আনুমানিক ৫০ বলে জানায় পরিবারের সদস্যরা। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সে দোহার উপজেলার দক্ষিণ চর জয়পাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদা বেগম প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে বাড়ির পার্শ্ববর্তী আঙিনা নদীর ঘাটে গোসল করতে যান। অনেকক্ষণ হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন নদীর ঘাটে এগিয়ে যান। ওই ঘাটের পাড়ে রাশেদার ব্যবহৃত সাবান, জুতা ও গামছা পড়ে থাকতে দেখে তাকে নদীতে খুঁজতে শুরু করেন পরিবারের লোকজন ও স্থানীয়রা।

দীর্ঘসময় খোঁজাখুজির পরেও রাশেদা বেগমের কোন হদিস না পাওয়ায় তারা বিষয়টি দোহার ফায়ার সার্ভিসকে জানায়। সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে উদ্ধার কাজ শুরু করলেও বুধবার রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

নিখোঁজ রাশেদা বেগমের বড় ছেলে রাসেল জানান, তার মা হৃদরোগসহ আরও কিছু রোগে ভুগছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি