ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাট মৎস্য বীজ খামারে উৎপাদিত পোনা বিতরণ 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২০, ৩ সেপ্টেম্বর ২০২০

বাগেরহাট সরকারি মৎস বীজ খামারে উৎপাদিত কার্প জাতীয় মাছের পোনা বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা মৎস্য ভবন চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদর কাছে এই পোনা হস্তান্তর করা হয়। 

পোনা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক নারায়ণ চন্দ্র মন্ডল।

এসময় বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ খালেদ খনক, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারী, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরে জান্নাতসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এদিন বাগেরহাট সদর উপজেলা পরিষদের পুকুর, রাধা বল্লব গুচ্ছ গ্রাম পুকুরসহ ২০টি জলাশয়ে ৪‘শ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। এর আগেও এই খামারের উৎপাদিত পোনা বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করেছে বাগেরহাট জেলা মৎস্য বিভাগ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি