ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৪, ৩ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের বড়াইগ্রামে মোবাইল ফোনে ডেকে নিয়ে আল আমিন হক বাবু নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। কিডনিতে আঘাত প্রাপ্ত ওই যুবক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। 

এদিকে এ ঘটনায় মামলা হওয়ার পর দুইজনকে আটক করা হলেও তারা জামিনে ছাড়া পাওয়ার পর এবং অন্য আসামিরা আটক না হওয়ায় ওই যুবকের পরিবারকে প্রকাশ্যে নানা ধরনের হুমকি দিয়েছে বলে অভিযোগ নির্যাতিত যুবকের পরিবারের। তারা জীবনের নিরাপত্তা ও দোষিদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার নাটোরের একটি মিডিয়া হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করাসহ নিরাপত্তার দাবি জানান নির্যাতিত ওই যুবকের পরিবার। লিখিত বক্তব্য পাঠ করেন বাবুর চাচা মুক্তিযোদ্ধা মুমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন, বাবুর দুলা ভাই নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর শরীফুন্নেসা শিরীন ও চাচা সাইফুল ইসলাম।

লিখিত বক্তব্যে বাবুর চাচা বলেন, ‘বনপাড়া পৌর এলাকার রশিদ ডিলারের মোড়ের আব্দুল আজিজের মেয়ে তাসলিমা খাতুনের সাথে তার ভাতিজার বিবাহ বিচ্ছেদের পর থেকেই ওই মেয়ে ও তার পরিবার প্রতিশোধ প্রবণ হয়ে বিভিন্ন কৌশলে বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এক পর্যায়ে গত ২৬ আগস্ট বাবুকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে মেয়ের মাসহ পরিবারের লোকজন হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় ২ ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আমেনা হাসপাতাল ও পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার দুটি কিডনি নষ্টের পথে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।’

তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার পর পুলিশ মেয়ে ও তার মাকে আটক করলেও তারা জামিনে ছাড়া পেয়েছেন। অজ্ঞাত কারণে অন্য আসামিদের আটক না করায় তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে।’

বর্তমানে বাবুর চিকিৎসা যেমন হুমকিতে পড়েছে তেমনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। তাই অবিলম্বে আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি