ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে ট্রাক-লরির সংঘর্ষে নিহত ১, আহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩০, ৩ সেপ্টেম্বর ২০২০

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়বুর রহমান জানান, উত্তরবঙ্গগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অপর একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক ও লরি আটক করেছে হাইওয়ে পুলিশ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি