ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জীবননগরে ২ বিঘা পেয়ারা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪২, ৩ সেপ্টেম্বর ২০২০

চুয়াডাঙ্গার জীবননগরে এক প্রান্তিক কৃষকের দুই বিঘা জমির পেয়ারা বাগান কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে বাগানের মালিক হারুন অর-রশিদ পেয়ারা বাগানে গিয়ে দেখেন কে বা কারা গাছগুলো কেটে দিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

কৃষক হারুন অর-রশিদ বলেন, ‘দুই বিঘা জমিতে বাণিজ্যিক ভিত্তিতে পেয়ারা বাগান গড়ে তুলি। এক বছরের মাথায় বর্তমানে প্রতিটি গাছে ভরপুর ফুল-ফল ধরেছে। পেয়ারা বাজারজাত করা গেলে মৌসুমে প্রায় পাঁচ লাখ টাকা আয় করা সম্ভব হতো।’

তিনি বলেন, ‘সম্ভবত গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা গাছ কেটে দেয়। প্রতিটি পেয়ারা গাছ বাঁশের শলা দিয়ে বাঁধা থাকায় দুর্বৃত্তরা গাছের নিচ থেকে কেটে দিলেও গাছ খাড়া থাকার কারণে প্রথমদিকে ব্যাপারটি টের পাইনি। তবে বৃহস্পতিবার সকালের দিকে গাছগুলো নেতিয়ে পড়ায় সন্দেহ হয়। পরে দেখি যে প্রতিটি পেয়ারা গাছের গোড়া কেটে দেয়া। আমি তা দেখে হতবাক।’
 
হাসাদহ ইউপি মেম্বার আব্দুল গনি বলেন, ‘ঘটনা শোনার পর সরেজমিনে জমিতে যাই এবং বাগানের সমস্ত গাছই কাটা দেখি। ঘটনাটি নির্মম ও অমানবিক। এমন ঘটনা মেনে নেয়া যায় না। হারুন অর-রশিদ একজন ভাল মানুষ। এলাকায় তার সঙ্গে কারো বিরোধ নেই।’

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক হারুন অর রশিদ একটি জিডি করেছেন। তবে ঘটনার ব্যাপারে পুলিশ অনুসন্ধান চালাবে।’

এআই//আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি