ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পাবনায় তিন মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১৩, ৩ সেপ্টেম্বর ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পাবনায় তিন বীর মুক্তিযোদ্ধার নামে তিনটি সড়কের নামকরণ করেছে পাবনা পৌরসভা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে সড়ক তিনটির উদ্বোধন করা হয়।
 
চাঁদমারী মোড় হতে চাঁদাখার বাশতলা মোড় পর্যন্ত মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাবনার জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা নুরুল কাদের খানের নামে সড়কের উদ্বোধন করেন তার স্ত্রী রোকেয়া কাদের। লাইব্রেরি বাজার ট্রাফিক মোড় হতে পুলিশ লাইন হয়ে প্রধান ডাকঘর পর্যন্ত মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বাদশা সড়কের উদ্বোধন করেন তার আত্মীয় পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান। আর পুরাতন বাসস্ট্যান্ড হতে পুর্বদিকে রবিউল মার্কেটের পাশ দিয়ে ডিপিইউ মন্দির হয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গেট পর্যন্ত মুক্তিযোদ্ধা শিরীন বানু মিতিল সড়কের উদ্বোধন করেন তার আত্মীয় মুক্তিযোদ্ধা জাহিদ হাসান জিন্দান।
 
এ সময় উপস্থিত ছিলেন, স্কয়ার গ্রুপের পরিচালক ও অ্যাটকো সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, পাবনা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমনসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।

এআই//আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি