ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নলডাঙ্গায় বিলে গোসলে নেমে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪১, ৩ সেপ্টেম্বর ২০২০

নাটোরের নলডাঙ্গায় হালতিবিলে গোসল করতে নেমে পানিতে ডুবে যুথী নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃস্পতিবার দুপুরে উপজেলার বাঁশিলা মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
মৃত শিশু যুথী ওই গ্রামের সুজনের মেয়ে ও বাঁশিলা মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বৃস্পতিবার দুপুর দেড়টার দিকে যুথী বাড়ির পাশে হালতি বিলে বন্যার পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে তার মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

এআই//আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি