ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ব্লাস্ট ও পাতা ঝলসানো রোগে আক্রান্ত দিনাজপুরের বোরো ফসল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ৩০ এপ্রিল ২০১৭ | আপডেট: ১১:৪৪, ৩০ এপ্রিল ২০১৭

দিনাজপুর সদরসহ ৪টি উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে ছত্রাক জনিত ব্লাস্ট ও পাতা ঝলসানো রোগে আক্রান্ত হয়েছে বোরো ফসল। নানা ওষুধ প্রয়োগেও ফল না পাওয়ায় দিশেহারা কৃষক। এদিকে নীলফামারীতেও ছত্রাক রোগে আক্রান্ত হয়েছে ব্রী-২৮ জাতের ধান।
দিনাজপুর সদর, বীরগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে বোরো ক্ষেতে ছত্রাক জনিত ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এছাড়া বিএলবি বা পাতা ঝলসানো রোগেরও আক্রমণ দেখা দিয়েছে।
কৃষকরা বলছেন, কয়েকদিন আগে হঠাৎ করেই ধান গাছে বাদামী দাগ দেখা দেয় এবং শীষে ধান থাকছে না। ঝলসে যাচ্ছে পাতা । নানা ওষুধ ছিটিয়েও কাজ না হওয়ায় দিশেহারা কৃষক।
কৃষি অফিস জানায়, এটি ব্লাস্ট ও বিএলবি রোগ। আবহাওয়ার বিরূপ প্রভাবে এই রোগ দেখা দিয়েছে। আর রোগ প্রতিরোধে কৃষকদের পরামর্শ দেয়ার কথা জানান কৃষি কর্মীরা।
এদিকে নীলফামারীতেও ব্রী-২৮ জাতের ধানে ছত্রাকজনিত ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। নানা ধরনের বালাইনাশক প্রয়োগ করেও ফল না পাওয়ায় দুশ্চিন্তায় কৃষক।
আক্রান্ত জমির পরিমাণ খুবই কম দাবি করে কৃষকদের সার্বিক সহায়তা দেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
চলতি মৌসুমে জেলায় ৮২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হলেও ব্রী-২৮ জাতের ধান আবাদ হয়েছে ৩৩ হাজার হেক্টর জমিতে।



Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি