ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে আরও ৩২ জনের করোনা শনাক্ত 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২০

রাজবাড়ীতে বেড়েই চলেছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায়ও ৩২ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ মিলেছে। চারদিন আগে গত ১ সেপ্টেম্বর সংগৃহীত ১০০ জনের নমুনায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৩৮ জনে দাঁড়িয়েছে। 

আজ শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৩, গোয়ালন্দে ৩, পাংশায় ৫ ও কালুখালীতে একজন। আক্রান্তদের মধ্যে সুস্থতা লাভ করেছেন ১ হাজার ৮১৬ জন। আর মৃত্যু হয়েছে ২৩ জনের। 

বর্তমানে হোম আইসোলেশনে ৮৬৮ জন এবং সদর হাসপাতালের ডেডিকেটেড কোভিড ইউনিটে ভর্তি রয়েছেন ৩১ জন রোগী। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি