ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বেনাপোলে মাদকসহ অস্ত্র উদ্ধার, আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৪, ৫ সেপ্টেম্বর ২০২০

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে ভারত থেকে পাচার করে আনার সময় ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি, ১৯ কেজি গাঁজাসহ দুই অস্ত্র পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। 

শুক্রবার দিবাগত রাত তিনটার সময় ২নং ঘিবা গ্রামের মাদ্রাসার পাশের পাকা রাস্তা থেকে এসব অস্ত্র, গুলি, গাঁজাসহ দুইজনকে আটক করে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার স্বরবাংহুদা গ্রামের সহিদ বিশ্বাসের ছেলে আনারুল (৩৪) ও একই গ্রামের সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)।

বিজিবি সূত্রে জানা গেছে,  অস্ত্র ও মাদক চোরাকারবারীরা ভারত থেকে গভীর রাতে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও গাঁজা নিয়ে আসার সময় বিজিবি তাদের ধাওয়া করে দুই চোরাচালানীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১১টি ভারতীয় পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৯ কেজি গাঁজা উদ্ধার করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ ব্রিফিংয়ের মাধ্যেমে সব তথ্য পরে জানানো হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি