ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩১, ৫ সেপ্টেম্বর ২০২০

সিসি টিভি ফুটেজের সূত্র ধরে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও ময়মনসিংহসহ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।  

আজ শনিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জের আব্দুস সালাম, যশোরের মোশারফ হোসেন, মোস্তফা মোল্লা ও নায়েব আলি, ময়মনসিংহের সিরাজ মিয়া, মুন্সিগঞ্জের মোশারফ হোসেন এবং ঠাকুরগাঁওয়ের সেলিম হোসেন।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সামনে থেকে দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামের কৃষক সাইদুর রহমানের কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চোর চক্র। পরে সিসি টিভির ফুটেজ দেখে অভিযান চালায় পুলিশ। প্রথমে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তিতে পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও ময়মনসিংহসহ বেশ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হাতিয়ে নেয়া দুই লাখ টাকা উদ্ধার করা হয়।  

অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কনক কুমার দাস জানান, ‘অবশিষ্ট ৪ লাখ টাকা উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।’

এআই//আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি