ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ধামইরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৭, ৫ সেপ্টেম্বর ২০২০

নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা গ্রামে পুকুরের ডুবে ইসমাইল হোসেন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বাড়ির পাশের পুকুরে এই ঘটনা ঘটেছে। দুপুরের দিকে পুকুরে ভামমান অবস্থায় শিশুর লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। মৃত ইসমাইল হোসেন ওই গ্রামের ছাইফুল ইসলামের ছেলে।

থানার ওসি আব্দুল মমিন জানান, সকালে শিশু ইসমাইল হোসেন বাড়ির বাহিরে খেলা করার সময় সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গাতে খোঁজ-খবর নেয়। তার কোন খোঁজ না পেয়ে কয়কঘন্টা পর বাড়ির পাশের পুকুরে ভাসমান লাশ দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি