ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় শনাক্ত অর্ধ শতাধিক 

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৩৫, ৬ সেপ্টেম্বর ২০২০

রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায়ও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৮৯২ জনে দাঁড়িয়েছে। 

আজ রোববার সকালে সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২ সেপ্টেম্বর পাঠানো ১০৭ জনের নমুনার প্রাপ্ত রিপোর্টে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৯, গোয়ালন্দে ১২, পাংশায় ৫ এবং কালুখালীতে ৫ জন। এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ১ হাজার ৮৪৬ জন রোগী। আর মৃত্যু হয়েছে ২৩ জনের।’ 

বর্তমানে হোম আইসোলেশনে ৮৮৮ জন এবং সদর হাসপাতালের কোভিড ইউনিটে ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। 

এআই//এমবি


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি