ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৩৯, ৬ সেপ্টেম্বর ২০২০

গাজীপুরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, স্থানীয় রতন মিয়ার ঝুট গুদামে রাত ১০টার দিকে আগুন লাগে। মূহুর্তের মধ্যেই তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে কালিয়াকৈর, জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এআই//এমবি 
  


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি