ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১১:৪২, ৬ সেপ্টেম্বর ২০২০

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর আশ্রয়ণ প্রকল্পে ৮ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় প্রতিবেশী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দোহার থানার ওসি (তদন্ত) মো. আরাফাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতার মো. রাজু (১৬) উপজেলার সুতারপাড়া ইউনিয়নে মধুরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আজাহারের ছেলে।

ওসি জানান, ‘ছোট বেলা থেকেই ভুক্তাভোগী শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার সকালে প্রকৃতির ডাকে বের হলে সুযোগ বুঝে প্রতিবেশী রাজু টয়লেটের ভেতরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রাজু পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা থানায় একটি ধর্ষণ মামলা করলে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়।’

আগামীকাল (আজ) শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল অথবা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর কথা রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়ে ছোট বেলা থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’

এআই//এমবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি