ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুল শিক্ষককে হত্যা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ৬ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায় বাধা দেয়ায় রাসেল হোসেন (২৪) নামে এক স্কুল শিক্ষককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারোতোপা এলাকার লবলঙ্গ খাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত রাসেল হোসেন (২৪) উপজেলার মাওনা সিংদীঘি এলাকার সুজন মিয়ার ছেলে এবং স্থানীয় শিশু কানন কিন্ডারগার্টেনের শিক্ষক।
 
পুলিশ ও স্বজনরা জানায়, শনিবার রাত ৮টার দিকে গাজীপুরের শ্রীপুরের সিংদীঘি এলাকার বাক্কা মন্ডরের ছেলে ইমারন হোসেন ও তার সহযোগীরা বাড়ি থেকে ডেকে নিলে আর ফিরে আসেনি রাসেল। সকালে স্বাজনরা ইমরানের বাড়ি গিয়ে খোঁজ নিতে গেলে রাতে মাদক ব্যবসায় বাধা দেয়ার কারণে মারধর করে রাসেলকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানায় সে। কিছুক্ষণ পরে লবলঙ্গ খালের পাশ থেকে রাসেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মনিরুজ্জআমন জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইমারন ও তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি