ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ধামরাইয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ, আটক ২

সাভার (ঢাকা) প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪২, ৬ সেপ্টেম্বর ২০২০

ঢাকার ধামরাইয়ে হত্যার ভয় দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এছাড়া আরেক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা করেছে পুলিশ। 

পুলিশ জানায়, গত দুইদিন আগে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় নিজ ভাড়া বাড়িতে মৃত্যু ভয় দেখিয়ে জোরপূর্বক ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করে জাফর আলী (৩৮) নামে এক গাড়ি চালক। পরে ওই নারী ধামরাই থানায় ধর্ষক জাফরকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

আজ ভোর রাতে ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষকসহ দুইজনকে আটক করে পুলিশ। এছাড়া ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। 
 
এ বিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,‘আটক দুইজনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি