ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ডায়াবেটিক সমিতির সেবা দিবস পালন

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০৮, ৬ সেপ্টেম্বর ২০২০

চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১০টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন মো. মাসুম বিল্লাহ। 
অন্যান্যের মধ্যে অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, ডা. মিজানুর রহমান ও ডা. মোস্তাকুর রহমান জোয়ার্দ্দার বক্তব্য রাখেন। 

সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ‘শৃঙ্খলাই জীবন। ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে।’

এআই//এমবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি