গাংনীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
প্রকাশিত : ১৭:৪০, ৬ সেপ্টেম্বর ২০২০
মেহেরপুরের গাংনীতে নাসিমা খাতুন (১৬) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর ২টার দিকে ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামে তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নাসিমা খাতুন চেংগাড়া গ্রামের হারুন অর রশিদ বাবুর মেয়ে ও একই পাড়ার শাকিল আহমেদের স্ত্রী।
গৃহবধূর মা বিলকিছ খাতুন জানান, ‘এক বছর আগে চেংগাড়া গ্রামের শাকিলের সাথে তার মেয়ে নাসিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য অমানবিক নির্যাতন করে আসছিল শাকিল। যৌতুকের টাকা না পেয়ে তার স্বামীই তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান,‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নাসিমার স্বামী শাকিল পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।’
এআই//এমবি
আরও পড়ুন