ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে গাঁজাসহ দুই নারী গ্রেফতার 

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১০, ৬ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৮:১১, ৬ সেপ্টেম্বর ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে তিন কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার  সকালে পৌর এলাকার ভবেরবেড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, যশোরের কোতয়ালী থানার নরেন্দ্রপুর (আমড়াতলা) এলাকার আব্দুল আজিজের মেয়ে মনি (৩৭) ও বাগেরহাট সদরের যাত্রাপুর গ্রামের আইয়ুব আলী শেখের মেয়ে ফাতেমা খাতুন (২৫)।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভবেরবেড় পূর্বপাড়া গ্রামের হাইওয়ে রোড ও চোরের রাস্তার সংযোগস্থলে মাদক কারবারীরা মাদকের চালান নিয়ে অবস্থান করছে। এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করে।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

এআই//এমবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি