ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে চিনি কলের অফিসে আখচাষীদের তালা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২১, ৬ সেপ্টেম্বর ২০২০

বকেয়া প্রায় ২ কোটি টাকা পরিশোধের দাবিতে বাগাতিপাড়ার বিক্ষুব্ধ আখচাষীরা নাটোর চিনিকলের সাবজোন অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। আজ রোববার সকালে উপজেলার নওশেরা এলাকার সাবজোন অফিস এলাকায় শতাধিক আখচাষী বিক্ষোভ করেন। পরে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা।

এ সময় তারা পাওনা পরিশোধের জন্য তিনদিন সময় বেধে দেয়। ওই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করা না হলে মহাব্যবস্থাপকের অফিস কক্ষসহ নাটোর চিনি কলের সকল অফিসে তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারি দেন আখচাষীরা।

আন্দোলনরত আখচাষী নেতা আশরাফুল আলম খাঁন ডাবলু জানান, ‘বাগাতিপাড়ার সাবজোনের আওতায় ৯শ’ থেকে ১ হাজার আখচাষীর আখের মূল্য (বাকি প্রাপ্য টাকা) প্রায় ২ কোটি টাকা। গত ২০১৯-২০ আখ মাড়াই মৌসুমে ২১ মার্চ পর্যন্ত কৃষকরা তাদের উৎপাদনকৃত আখ নাটোর চিনি কলের অধীনে বাগাতিপাড়ার সাবজোনের বিভিন্ন ৮টি কেন্দ্রে সরবরাহ করেন। কিন্তু পাঁচ মাস অতিবাহিত হলেও চাষীদের সরবরাহকৃত আখের মূল্য প্রায় ২ কোটি টাকা পরিশোধ করেননি চিনি কল কর্তৃপক্ষ। এ নিয়ে ইতিপূর্বে নাটোর চিনি কলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে নাটোর সুগার মিল ব্যবস্থাপক গত ১ সেপ্টেম্বরের মধ্যে চাষীদের সকল টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তাই আজ সকালে নওশেরা সাবজোন অফিস তালা ঝুলিয়ে দেয় চাষীরা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, ভুক্তভোগী আখ চাষী নেতা আলাইদ্দীন, আব্দুল গনী, তিতুমীর বাদশা ও আমীর। 

এআই//এমবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি