ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাগেশ্বরীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৭, ৬ সেপ্টেম্বর ২০২০

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌর এলাকায় বজ্রপাতে শাওন আহমেদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাগেশ্বরী পৌরসভার পাখির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাওন নাগেশ্বরী পৌরসভা এলাকার ইব্রাহিম আলীর ছেলে।

এলাকাবাসী জানান, শাওন শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজস্ব মুরগির খামারে যাচ্ছিল। সে সময় বিকেল থেকে প্রচন্ড মেঘের গর্জনের সাথে মাঝারি অবিরাম বৃষ্টিপাত হচ্ছিল। বৃষ্টিকে উপেক্ষা করে সে বাড়ীর পাশেই নিজস্ব ব্রয়লার মুরগির খামারে যাওয়ার পথেই বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে নাগেশ্বরী পৌরসভার প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর স্থানীয় আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি