ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৮, ৬ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে শাবানা বেগম (৪০) নামের এক নারী ও আব্দুল হালিম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের কাছাকাছি দুই স্থানে বজ্রপ্রাতে তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন- উপজেলার দাউদপুর ইউনিয়নের তৈয়ব আলীর স্ত্রী শাবানা বেগম ও একই ইউনিয়নের দেওগাঁ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হালিম। 

এলাকাবাসী জানান, রোববার বিকেলে শাবানা বেগম ও আব্দুল হালিম নামের ওই দুজন তাদের নিজ নিজ বাড়ির পাশে কাজ করছিলেন। আকাশে মেঘ দেখে বাড়ি ফিরছিলেন তারা। ঠিক এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এরপরেও তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসপাতাল থেকে ফোন দিয়ে বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি জানানো হয়। এর কিছুক্ষণ পর আরেকজনের মৃত্যুর খবর পাই। দুই জায়গাতেই পুলিশ পাঠানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি