ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:১২, ৭ সেপ্টেম্বর ২০২০

আলমগীর ক‌বির।

আলমগীর ক‌বির।

ক‌রোনা আক্রান্ত হয়ে মারা গে‌লেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, ধর্মপাশা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর ক‌বির।

‌রোববার রাত পৌ‌নে ১২টায় রাজধানী ঢাকার মুগদা হাসপাতা‌লে তি‌নি ইন্তেকাল ক‌রেন। মৃত্যুকা‌লে তি‌নি অসংখ্য আত্মীয় স্বজন রে‌খে গে‌ছেন।

তাঁর মৃত্যু‌তে ধর্মপাশা উপ‌জেলা আওয়ামী প‌রিবা‌রে শো‌কের ছায়া নে‌মে এসে‌ছে।

‌জেলা আওয়ামী লী‌গের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক সী‌তেশ তালুকদার মঞ্জু জানান, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলমগীর ক‌বির কিছু দিন আগে ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হন। প‌রে তাঁর শা‌রী‌রিক অবস্থার অবন‌তি হ‌লে রাজধানী ঢাকার মুগদা হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। রোববার রা‌তে তি‌নি চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি