ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জামালপুরে বন্যা দুর্গতদের মাঝে জেলা ছাত্রলীগের ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ৭ সেপ্টেম্বর ২০২০

জামালপুরে বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। জামালপুর জেলা ছাত্রলীগ এই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনশ দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ইত্যাদি।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি