ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুষ্টিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ৭ সেপ্টেম্বর ২০২০

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক চাপায় রাসেল (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার সঙ্গী রুবেল (২২)।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার হোসেনাবাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার প্রাগপুর ইউনিয়নের মুসলিমনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

দৌলতপুর থানার ওসি নিশিকান্ত সরকার জানান, রাসেল ও তার বন্ধু রুবেল মোটরসাইকেলযোগে মথুরাপুর থেকে হোসেনাবাদ যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ ব্রীজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রাসেল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। রুবেল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাতক ট্রাকটিকে (যশোর-ট-২৭১৫) আটক করা হয়েছে বলে জানান ওসি নিশিকান্ত।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি