ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে ডিসলাইন কর্মীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৯, ৭ সেপ্টেম্বর ২০২০

নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ইয়াসিন শেখ (২৩) নামে এক ডিসলাইন কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ইয়াসিন লোহাগড়ার কোলা গ্রামের আব্দুল হান্নান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইয়াসিন সোমবার সন্ধ্যায় লোহাগড়ার রাজুপুর এলাকায় ডিসলাইনের কাজ করার সময় বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ইয়াসিন শেখের মৃত্যু হয়েছে। 

এদিকে ইয়াসিনের মৃত্যুর ঘটনায় তার পরিবারে শোকের মাতম চলছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি