ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৪, ৮ সেপ্টেম্বর ২০২০

আহত মোস্তফা

আহত মোস্তফা

Ekushey Television Ltd.

ঢাকার অদূরে সাভারে কাভার্ডভ্যান চাপায় রিয়াদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোস্তফা নামে আরও এক যুবক। 

আজ মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে রাজধানীর গাবতলী থেকে মোটরসাইকেলযোগে সাভারে আসছিলেন দুই বন্ধু রিয়াদ ও মোস্তফা। এ সময় তারা রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি ক্যাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। 

পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা রিয়াদকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত মোস্তফা চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি