ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪

এসআই পরিচয়ে বিয়ের তিন মাস পর প্রতারক ধরা

সাভার প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১৭, ৮ সেপ্টেম্বর ২০২০

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশের এসআই পরিচয় দিয়ে বিয়ের তিন মাসের মাথায় প্রতারক স্বামীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন এক গৃহবধূ। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে ধামরাইর পৌর এলাকার বরাতনগর মহল্লায়। আটক পুলিশ পরিচয়দানকারী প্রতারকের নাম সৈয়দ মুরাদ (৩০)। সে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার হিজলিয়া গ্রামের সৈয়দ আব্দুল খালেকের ছেলে।

পুলিশের ভাষ্যমতে, গত তিন মাস আগে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের এসআই পরিচয় দিয়ে ধামরাইর বরাতনগর এলাকার এক তরুণীকে বিয়ে করেন সৈয়দ মুরাদ। এ সময় ওই প্রতারক তার স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে বিভিন্নভাবে নির্যাতন চালাতেন বলে জানিয়েছেন তার স্ত্রী। গতকাল সোমবার পুলিশের পোশাক পড়ে শ্বশুর বাড়িতে আসলে তার কথা বার্তায় ভুয়া পুলিশ সন্দেহ হয় স্ত্রীর। 

এ সময় স্ত্রী জানতে চান, ‘তুমি কোন থানায় কর্মরত আছো?’ এমন প্রশ্নে তাকে মারধর করলে প্রতিবেশীরা এগিয়ে এসে প্রতারক স্বামীকে গণপিটুনি দিয়ে ধামরাই থানা পুলিশের কাছে সোর্পদ করে। নির্যাতিতা ওই গৃহবধূ প্রতারক স্বামীর কঠোর শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘আটক প্রতারক প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ পরিচয় দিয়ে ওই তরুণীকে বিয়ের কথা স্বীকার করেছেন। তার বিষয়ে আরও তদন্ত করে দেখা হচ্ছে।’

এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পুলিশের পোশাকও উদ্ধার করা হয়। আটক ভুয়া পুলিশের বিরুদ্ধে আজ সকালে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান এই পুলিশ অফিসার।  

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি