ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজশাহীতে শয়ন কক্ষে বৃদ্ধার লাশ, স্বামী আটক

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২০

রাজশাহীর চারঘাটে শয়ন কক্ষ থেকে হাত-পা ও মুখ বাধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত রেহেনা বেগম (৬০) উপজেলার অনুপমপুর গ্রামের বেলাল হোসেনের (৭৫) স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার বৃদ্ধ স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। শয়ন কক্ষে হাত-পা ও মুখ বাধা অবস্থায় তার লাশ পাওয়া গেছে।’

ওসি বলেন, ‘বেল্লাল ও তার স্ত্রী রেহেনা বেগম সোমবার দিনগত রাতে খাবার শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে বেল্লাল চিৎকার দিয়ে বলে কে বা কাহারা আমার স্ত্রীকে মেরে ফেলেছে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে তার শয়ন কক্ষে খাটের উপর মশারী টাঙ্গানো অবস্থায় হাত-পা ও মুখ বাধা লাশ পড়ে থাকতে দেখে।’

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কথা-বার্তায় সন্দেহ হওয়ায় ওই নারীর বৃদ্ধ স্বামীকে হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান তিনি। 
 
এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি