ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাংনীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৭, ৮ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৭:২৩, ৮ সেপ্টেম্বর ২০২০

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে গোলাপি খাতুন (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোলাপী খাতুন গাংনী থানা পাড়ার হাফিজুর রহমানের স্ত্রী।

পারিবার সূত্রে জানা গেছে, রাতে গোলাপি খাতুন তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় মঙ্গলবার ভোররাতে তাকে বিষধর সাপে কামড় দিলে ক্ষতস্থানের উপরে বেঁধে ওঝা দিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা করান। পরে অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমের কারণে চারদিকে পানি উঠেছে। এ কারণে সাপের উপদ্রপ বেড়েছে। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালগুলোতে এন্টিভেনম সরবরাহ করা না হলে মৃত্যু’র মিছিলে নতুন নতুন নাম যোগ হবে। 

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম রিয়াজুল আলম বলেন, গোলাপী খাতুনের শারীরিক অবস্থা বিবেচনায় সাপের কামড়ের বিষয়টি মাথায় রেখে এন্টিভেনম দেওয়ার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ডের সিদ্ধান্ত হয়। আমাদের রেফার্ড করার প্রক্রিয়া চলাকালীন সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি