ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বরিশালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৪, ৮ সেপ্টেম্বর ২০২০

বরিশালে ‘কোভিট-১৯ সংকট স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ এই স্লোগানকে সামনে রেখে স্বাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ অন্যরা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি