ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইউএনও ওয়াহিদার ওপর হামলার প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন

কলারোয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৯, ৮ সেপ্টেম্বর ২০২০

ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার প্রতিবাদে কলারোয়ায় আটককৃত আসামীদের শাস্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কলারোয়া উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ব্যানারে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কলারোয়া উপজেলা পরিষদের সামনে ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে পৃথকভাবে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জেরিন কান্তা, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, কলারোয়া থানার (তদন্ত) পুলিশ পরিদর্শক) বোরহান উদ্দীন, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, ডেপুটি কমান্ডার আবুল হোসেনসহ অন্যান্যে মুক্তিযোদ্ধারা।

এসময় তারা হামলার প্রকৃত কারণ অনুসন্ধান করে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি জানান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি