ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে গেল শিশুর প্রাণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৪, ৮ সেপ্টেম্বর ২০২০

চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে শুভ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।

নিহত শুভ জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে ও মৃগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান জানান, মৃগমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে শুভ গান শোনার জন্য সাউন্ডবক্সে বিদ্যুতের সংযোগ দিচ্ছিল। এ সময় বিদ্যুতের ত্রুটিপূর্ণ তারে সে বিদ্যুতায়িত হয়। দ্রুত প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হেদায়েত বিন সেতু তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা তিনি শুনেছেন। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি