ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ন্যায্য মজুরি পাচ্ছেন না রাজবাড়ীর ইটভাটা শ্রমিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ১ মে ২০১৭ | আপডেট: ০৯:৪৭, ১ মে ২০১৭

Ekushey Television Ltd.

হাড়ভাঙ্গা পরিশ্রম করেও ন্যায্য মজুরি পাচ্ছেন না রাজবাড়ীর ইটভাটা শ্রমিকরা। সামান্য পারিশ্রমিকে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের। এছাড়া, নারী-পুরুষের মজুরিতেও রয়েছে বৈষম্য। এ’সব শ্রমিকের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্টদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
রাজবাড়ী জেলার ৬২টি ইট ভাটায় কাজ করেন ২ হাজারের বেশি শ্রমিক। এ’সব ভাটায় শ্রমিকদের কাজ করতে হয় সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিপরীতে মজুরি নিয়ে অসন্তোষ রয়েছে শ্রমিকদের। তারা বলছেন, দিনভর কাজ করে স্বল্প পারিশ্রমিকে সংসার চালানো কঠিন হয়ে পড়ে।
এছাড়া, ইট ভাটায় নারী ও পুরুষের মজুরির ক্ষেত্রেও রয়েছে বৈষম্য। প্রতিদিন পুরুষ শ্রমিকরা ৪শ’ থেকে ৫শ’ টাকা পেলেও নারী শ্রমিকরা পান ২শ’ থেকে আড়াইশ’ টাকা।
জেলার মানবাধিকার কর্মীরা বলছেন, বর্তমান দ্রব্যমূল্যের প্রেক্ষিতে শ্রমিকদের পারিশ্রমিকের বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। দূর করা উচিত নারী-পুরুষের মজুরির বৈষম্য।
শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত হোক- মে দিবসে এটিই প্রত্যাশা শ্রমিকদের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি