ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আশুলিয়া থেকে দুইজনের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৫, ৯ সেপ্টেম্বর ২০২০

সাভারের আশুলিয়া থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে আশুলিয়ার আমতলা জিরানী এলাকার নিজ ভাড়া বাড়িতে অজ্ঞাত অবস্থায় গৃহবধু আমেনা খাতুনকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে তার লাশ রেখেই স্বামী ও তার শ্বশুর পালিয়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ তার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

অন্যদিকে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকায় একটি বাড়িতে স্বরণ (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

আশুলিয়া থানা পুলিশ বলছে,কিভাবে ওই দুইজন নিহত হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি