ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

নড়াইলে নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধন 

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২০

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে মধুমতি নদীর ভাঙন প্রতিরোধে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। আজ বুধবার বেলা ১১টার দিকে এ মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, মঙ্গলপুর গ্রামের মোল্যা শাহাদত হোসেন, সিরাজ মোল্যা, মুজিবর মোল্যা, শেরআলী, কলেজছাত্র রনো মোল্যা, গৃহিণী জোসনা বেগম, মনিরা বেগম, তানজিলা বেগম প্রমুখ।  

বক্তারা বলেন, ‘নড়াইলের মঙ্গলপুর গ্রামে প্রায় ২০ বছর ধরে মধুমতি নদী ভাঙন অব্যাহত রয়েছে। তবে গত দুই বছর ধরে ভাঙন আরও তীব্র হয়েছে। কৃষি জমি ও বাড়িঘর হারিয়ে এ এলাকার দেড় শতাধিক পরিবার নিঃস্ব হয়েছে। এছাড়া চরমঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ভাঙনের মুখে রয়েছে।’

এ সময় মঙ্গলপুর গ্রামের লিকু মোল্যার বাড়ি থেকে জাহাঙ্গীর মোল্যার বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান ক্ষতিগ্রস্তরা। 

এআই//এমবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি