দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত
প্রকাশিত : ১৭:৪২, ৯ সেপ্টেম্বর ২০২০
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতার সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে।
দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, পাটুরিয়া ফেরি ঘাট সংলগ্ন নাব্যতার কারণে ড্রেজিং করা হচ্ছে। এতে ফেরি চলাচলে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এই নৌরুটে অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। এতে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ২ শতাধিক পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে।
এদিকে ১৫ কিলোমিটার দূরে প্রায় ২ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা রয়েছে। মোট প্রায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় থাকলেও যাত্রীবাহী পরিবহন ও প্রাইভেট-মাইক্রোবাস চলমান রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন জানান, নাব্যতার কারণে ফেরিগুলোর অতিরিক্ত সময় লাগছে। পাশাপাশি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ থাকায় যানবাহনের চাপ রয়েছে। এই নৌরুটে বর্তমান ১১টি রোরো (বড়) এবং ৮টি ইউটিলিটি (ছোট) সহ মোট ১৯টি ফেরি চলাচল করছে। এছাড়া নৌরুটে ১৬টি লঞ্চ চলাচল করছে।
আরকে//
আরও পড়ুন