ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪

ভারতে প্রবেশের চেষ্টায় ৭ রোহিঙ্গা আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫০, ৯ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৯:৫২, ৯ সেপ্টেম্বর ২০২০

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৭ রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। আটকদের মধ্যে তিনজন নারী ও এক শিশু রয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই এলাহী বলেন, ‘বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে ভারত যাওয়ার জন্য এখানে আসেন।’
 
আটককৃতরা হলেন, আব্দুল হালিম (৫৩), কাওছার আলী (২২), খুশির বেগম (২১), সৈয়েদুল কাউসার (২১), কোনাইস বিবি (২৭), দিলজান খাতুন (১৬) ও শিশু মোহাম্মদ সালমান (১৮ মাস)।

পরে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা। 

এআই//এসি 


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি