ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ধামইরহাটে বিনামূল্যে সবজি বীজ পেল ২শ’ পরিবার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৮, ৯ সেপ্টেম্বর ২০২০

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
 
আজ বুধবার বেলা ১১টায় উপজেলা হলরুমে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক কৃষক-কৃষানীদের মাঝে ১০ প্রকার সবজি বীজ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
 
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা বলেন, ‘উপজেলা কৃষি বিভাগ খাদ্য শষ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে প্রণোদনা কর্মসূচি চলমান রেখেছে। পরিত্যাক্ত ও অনাবাদী জমিতে কৃষির সম্প্রসারণ বৃদ্ধিতে কৃষি বিভাগ বদ্ধপরিকর।

এআই//আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি