ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২১:৪২, ৯ সেপ্টেম্বর ২০২০

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে হামজা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার কাজিপুর গ্রামের বাদল মন্ডলের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। 

মৃত হামজা কাজিপুর মোল্লাপাড়ার বিপ্লব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলছিল হামজা। এ সময় অসাবধনতাবসত পুকুরে পড়ে যায় হামজা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা হামজাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিতে শুরু করে। কোথাও না পেয়ে পুকুরপাড় এলাকায় খুঁজতে গিয়ে লাশ ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে। পরে এক পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি হামজাকে মৃত ঘোষণা করেন। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এআই/এসি 


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি