ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কসবায় অবৈধ ড্রেজার ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৪, ৯ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি থেকে মাটি তোলার দায়ে দুটি ড্রেজার আটক করে ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খানের নেতৃত্বে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের টিঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার দুটি আটক করা হয়। এ সময় অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে পালিয়ে যায় মাটি ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, কসবা উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছে একটি মাটি ব্যবসায়ী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পৌর এলাকার টিঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার দুটি আটক করে ধ্বংস করা হয়। 

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী হাসিবা খান বলেন, ‘অবৈধ ড্রেজার দুটির মালিক পালিয়ে গেছে। ড্রেজার দুটি ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এআই/এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি