ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি  

প্রকাশিত : ২২:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২২:৫৯, ৯ সেপ্টেম্বর ২০২০

চুয়াডাঙ্গা সদর উপজেলায় তরিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের মনিরুদ্দিন মনোর ছেলে। ঘাতক রিফাত হোসেন (২৪) পলাতক রয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, ‘রিফাত ও তরিকুল সরোজগঞ্জ বাজারে পৃথক দুটি দোকানের কর্মচারী। তুচ্ছ ঘটনা নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাত তার হাতে থাকা ধারালো বস্তার চাল বের করা টিনের তৈরি ধারালো অংশ নিয়ে তরিকুলের পেটে আঘাত করে। এতে গুরুতর জখম হয় তরিকুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্য হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান।

ওসি আরও জানান, ‘ঘাতক রিফাত পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে। সে সদর উপজেলার পুরাতন যাদবপুর এলাকার বদরউদ্দিনের ছেলে।’

এআই/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি