ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন 

কুষ্টিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:২০, ১০ সেপ্টেম্বর ২০২০

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমানের আদালত আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ছানার মাঝি (৩৮) খোকসা উপজেলার আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ জুন আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের শিশুকন্যা (১০) বাড়ির পার্শ্ববর্তী মাঠে ছাগল আনতে যায়। এ সময় ছানার মাঝি শিশুটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোক জড়ো হলে আসামি পালিয়ে যায়। 

পরদিন শিশুটির বাবা খোকসা থানায় ছানার মাঝির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি