ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ১০ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৭:০৯, ১০ সেপ্টেম্বর ২০২০

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলালী বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুলালী ওই গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুলালী বেগম ঝিঙ্গা শাক তুলতে গিয়ে বিদ্যুতের টানা লাইনে স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এআই//এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি