ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে পিকাপভ্যান চাপায় বৃদ্ধার মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:০৯, ১১ সেপ্টেম্বর ২০২০

মেহেরপুর সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামে পিকাপভ্যান চাপায় রোকেয়া খাতুন (৬৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। 

মৃত রোকেয়া ওই গ্রামের মৃত মেছের আলীর স্ত্রী। একইস্থানে বছর তিন বছর আগে রোকেয়ার স্বামী মেছের আলীও সড়ক দুর্ঘটনায় মারা যান।

স্থানীয়রা জানান, সকালে রোকেয়া খাতুন নাতীকে নিয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বিপরীত দিকে নিজেদের সবজিক্ষেত থেকে ফেরার পথে সড়ক পার হবার সময় একটি দ্রুতগতির পিকাপভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পিকাপভ্যান চালককে আটকের চেষ্টা চলছে। পরিবারের অভিযোগর ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি