ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে বাস চাপায় ২ বন্ধু নিহত 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৯, ১১ সেপ্টেম্বর ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জ-মাইজদী সড়কে সুগন্ধা পরিবহনের চাপায় সিএনজি চালক ও তার বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে অনন্তপুর টিভি সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের মৃত ছালাউদ্দিনের ছেলে সিএনজি চালক মহিউদ্দিন (৪০) ও তার বন্ধু একই ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে কামাল উদ্দিন (৪৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সুগন্ধা পরিবহনের একটি বাস সোনাপুর থেকে ফেনী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে অনন্তপুর টিভি সেন্টারের কাছে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মহিউদ্দিন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় কামালকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি