গাজীপুরে বজ্রপাতে অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের দুই সদস্যসহ নিহত ৩
প্রকাশিত : ১০:৩৬, ১১ সেপ্টেম্বর ২০২০
গাজীপুরে স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে অনুর্ধ ১৬ দলের দুই ক্রিকেট দলের সদস্য (স্কুল ছাত্র) এবং বিলে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম ও নগরীর বিপ্রবর্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- শহরের জোড়পুকুরপাড় এলাকার আব্দুল হাইয়ের ছেলে নগরীর গাজীপুর আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণির ছাত্র মিজানুর রহমান, কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র নাদিম হোসেন।
নিহত মিজানুর রহমানের সহপাঠি মনজুর জানায়, তারা শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন। বৃষ্টি থাকার কারণে তাদেরকে প্রশিক্ষক (কোচ) বাড়ি চলে যেতে বলেন এবং প্রশিক্ষকও চলে যান। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে একটি ফুটবল নিয়ে কয়েকজন স্টেডিয়ামে ফুটবল খেলতে শুরু করে। হঠাৎ বজ্রপাতের শিকার হন ওই দুইজন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ওই দুই কিশোরকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
অপরদিকে বিপ্রবর্তা এলাকায় সকালে বৃষ্টির সময় রিয়াজ উদ্দিন ও তার তিন ছেলে বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। পরে হঠাৎ বজ্রপাতে রিয়াজ উদ্দিন মারা যায় ।
এমবি//
আরও পড়ুন