ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৫, ১১ সেপ্টেম্বর ২০২০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই থেকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত দীর্ঘ প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতরাত ১২টার পর থেকে এ যানজট সৃষ্টি হয়ে আজ সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে।

এতে টাঙ্গাইলমুখী পরিবহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। যানজটের কবলে পড়ে উত্তরবঙ্গগামী বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। 

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, ‘গোড়াই মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হওয়ায় এ যানজট দেখা দিয়েছে। তবে, তা নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি