ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে শিল্পযোদ্ধা ডা. আমজাদ হোসেনকে স্মরণ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৪, ১১ সেপ্টেম্বর ২০২০

স্মরণ সভা ও শোকর‌্যালীসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দেশের প্রথম শিল্পযোদ্ধা ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। 

দিনটি উপলক্ষে আজ শুক্রবার সকালে তার আত্মার মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে তার প্রতিষ্ঠিত অলাভজনক ট্রাষ্টি প্রতিষ্ঠান খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালে পতাকা উত্তোলন, শোক র‌্যালী, কবর জিয়ারত ও সংক্ষিপ্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

এতে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদের পরিচালক ডা. আমজাদ হোসেনের বড় ছেলে মোহাম্মদ ইউসুফসহ পরিবার বর্গ, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. হোসেন রেজা, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাইফুল ইসলাম, প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী অংশ নেন। 

প্রয়াত ডা. আমজাদ হোসেন বিটিএমএ এর সাবেক চেয়ারম্যান, সিআইপি ও দেশের অন্যতম শিল্প উদ্যোক্তাসহ শিক্ষা, চিকিৎসা বিস্তার এবং সামাজিক অনেক উন্নয়ন কর্মকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভূমিকা পালন করেন।

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি